প্রতিষ্ঠাতার বক্তব্য

 

বিসমিল্লাহির রাহমানির রাহিম

আসসালামু আলাইকুম,

চিটাগাং লিবার্টি স্কুল  এন্ড কলেজের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা। দেখতে দেখতে চিটাগাং লিবার্টি স্কুল  এন্ড কলেজ পার করতে যাচ্ছে সফলতার ছয় বছর। এই ছয় বছরে আমাদের বিদ্যালয়ের প্রতি অসীম আগ্রহ-আমাদের প্রতিনিয়ত নতুন কিছু করার অনুপ্রেরনা যোগায়। তারই ধারাবাহিকতায় আমরা ২০১৯ শিক্ষাবর্ষে ১০ম শ্রেণির শিক্ষা কার্যক্রম শুরু করতে যাচ্ছি।

প্লে থেকে ৯ম শ্রেণির কার্যক্রমের সফলতা অক্ষুন্ন রেখে, আপনাদের নিরবিচ্ছিন্ন সহযোগিতায় আমরা প্রি প্লে-১০ম শ্রেণির ছাত্র-ছাত্রীদের বিগত স্কুলের ধারনা পাল্টে আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে পাঠদানের সু-ব্যবস্থা করব।(ইন্শাল্লাহ)

আমাদের উপর আপনাদের দীর্ঘদিনের বিশ্বাসের প্রতি সম্মান রেখে “এডুকেশন সেন্টার ” ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত “চিটাগাং লিবার্টি স্কুল  এন্ড কলেজ ” সফলতার ধারা অব্যাহত রাখবে (ইন্শাল্লাহ) আমরা চাই না সবচেয়ে সেরা স্কুলে পরিনত হতে কিংবা সবচেয়ে বেশি সংখ্যক ছাত্র-ছাত্রীদের স্কুলে পরিনত হতে। আমরা চাই আমাদের সীমিত সংখ্যক ছাত্র-ছাত্রীদের নিয়মিত পরিচর্যার মাধ্যমে আনন্দমুখর পরিবেশে তাদের মেধার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতের মাধ্যমে, এমন একটি ভিত্তি গড়ে দিতে যার মধ্যে দিয়ে আমাদের এক একজন ছাত্র-ছাত্রী হয়ে উঠবে ভবিষ্যতের ড. জামাল নজরুল ইসলাম, ড. মুহাম্মদ ইউনুস, ড. জগদীশ চন্দ্র বসু, ড. মুহাম্মদ জাফর ইকবাল এর মতো কিংবদন্তী । আমরা চাই আমাদের স্কুলের আনন্দ মুখর আধুনিক পাঠদান পদ্ধতির কারণে কোমলমতি ছাত্র-ছাত্রীরা নিজ উৎসাহে স্কুলে আসবে, তাদের প্রতিটি দিনের ভাললাগা শুরুর স্থানটি ই হবে “চিটাগাং লিবার্টি স্কুল  এন্ড কলেজ ” প্রাঙ্গণ। তাই আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ, আপনাদের ছোট্ট শিশুটিকে বড় স্বপ্ন দেখান, আর  বড় স্বপ্ন পূরণের প্রথম ধাপ হিসেবে আপনি বেছে নিতে পারেন “চিটাগাং লিবার্টি স্কুল  এন্ড কলেজ ” । আসুন, দেখুন, বিস্তারিত জানুন তারপর-ই সিদ্ধান্ত নিন-আমাদের পরিশ্রমী প্রতিটি সদস্যই মনে প্রাণে বিশ্বাস করে আত্মবিশ্বাসী বাবা-মায়ের সন্তানের জন্য নির্ভরশীল স্কুল “চিটাগাং লিবার্টি স্কুল  এন্ড কলেজ ”

 

ধন্যবাদান্তে-

মাহাবুবুর রহমান সেলিম

আই.টি.পি রেজি: নং- ১৫৫৬

বি.বি.এ ( ফাইন্যান্স এন্ড ব্যাংকিং )

এম.বি.এ ( ফাইন্যান্স )

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান চিটাগাং লিবার্টি স্কুল  এন্ড কলেজ )