প্রধান শিক্ষিকার বক্তব্য

বিসমিল্লাহির রাহমানির রাহিম

শিক্ষাই আলো, শিক্ষাহিনতা অন্ধকার। এই আলোই নিজেকে এবং সমাজকে আলোকিত করতে পারাটাই জীবনের স্বার্থকতা। আধুনিক শিক্ষা দর্শনে শিক্ষার্থীদের ব্যাক্তিসত্তা বিকাশের উপর বেশি গুরুত্ব আরোপ করা হয়েছে। শিক্ষার্থীদের ব্যাক্তিসত্তা জাগ্রত করা, সৃষ্টিশীল করা এবং আত্মসত্তায় আস্থাবান করে তোলাই শিক্ষার প্রধান লক্ষ্য হওয়া উচিত।

আমাদের দেশে যে তিন ধরনের শিক্ষা ব্যবস্থা চালু রয়েছে তার মধ্যে আনুষ্ঠানিক শিক্ষা ব্যবস্থা অধিক মাত্রায় প্রচলিত আনুষ্ঠানিক শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নের জন্য উন্নত ও ভালমানের শিক্ষা প্রতিষ্ঠান অপরিহার্য। সে দিক থেকে “চিটাগাং লিবার্টি স্কুল এন্ড কলেজ” সুন্দর অবস্থানে রয়েছে। সঠিকভাবে পাঠ্যক্রম অনুসরণ, সৃজনশীল পদ্ধতির সঠিক প্রয়োগ ও তথ্য প্রযুক্তির সঠিক ব্যবহারে  “চিটাগাং লিবার্টি স্কুল এন্ড কলেজ” একটি সুন্দর দৃষ্টান্ত।

সম্মানিত অভিভাবকের উদ্দেশ্যে বলবো, আপনার আদরের সন্তানের জীবন সুন্দর করার জন্য একটি আধুনিক ও মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান খুবই গুরুত্বপূর্ণ । আর সেই মান সম্মত শিক্ষা প্রতিষ্ঠান খোঁজার দায়িত্ব আপনার। “চিটাগাং লিবার্টি স্কুল এন্ড কলেজ” এ আপনাদের আমন্ত্রণ রইল।

ধন্যবাদান্তে,

অধ্যক্ষা ( চিটাগাং লিবার্টি স্কুল এন্ড কলেজ )