EIIN: 138580 স্থাপিত: ২০১২
ই-মেইল: info@clsc.edu.bd
কর্মের মাঝে মানুষ বেঁচে থাকে, আর কর্মই তাকে মহিমান্বিত করে অমর করে বিশ্ব লোকে। বিভিন্ন কর্মের মাধ্যমে মানুষ নিজেকে আলোকিত করতে পারে। তবে সর্বউত্তম কর্ম একটি জাতি বা গোষ্ঠিকে সুশিক্ষায় শিক্ষিত করা। তারই প্রেক্ষিতে জনাব মাহবুবুর রহমান সেলিম তার স্বপ্নের এই “চিটাগাং লিবার্টি স্কুল এন্ড কলেজ” প্রতিষ্ঠা করেন । বিদ্যালয়টি ২রা জানুয়ারী ২০১২ তে প্রতিষ্ঠিত হয়। এর উদ্দেশ্য অত্র এলাকায় শিক্ষার সর্বোচ্চ মান বজায় রেখে অত্যাধুনিক ও মানসম্মত শিক্ষার ব্যবস্থা করা। শুরুতে মাত্র “২৪” জন শিক্ষার্থী নিয়ে প্লে থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত যাত্রা শুরু করে বর্তমানে এই বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা ৬০০ এর অধিক। বর্তমানে প্লে থেকে নবম শ্রেণি পর্যন্ত শ্রেণি কার্যক্রম চলছে। প্রতি বছর পি. এস. সি এবং জে. এস. সি তে বিদ্যালয়টি তার সফলতার স্বাক্ষর রাখছে এবং ক্রমান্বয়ে দ্বাদশ শ্রেণি পর্যন্ত উন্নিত করার প্রয়াস অব্যহত রয়েছে। বিশ্বায়নের এই যুগে সর্বাগ্রে প্রয়োজন মান সম্পন্ন একটি শিক্ষা ব্যবস্থা। যেখানে শিক্ষার্থীরা নীতি, নৈতিকতাবোধ সম্পন্ন দক্ষ নাগরিক হিসাবে গড়ে উঠবে। সেই লক্ষ্যে বিদ্যালয়টি নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।