পাঠদান পদ্ধতি
শ্রেণিভিত্তিক ক্লাস পরিচালনা পদ্ধতির সংক্ষিপ্ত একটি ধারণা:
প্রি-প্লে ও প্লে:
- মাতৃস্নেহে পাঠদান।
- বাংলা ও ইংরেজী বর্ণমালা চেনানোর সহজ উপায় অবলম্বন।
- পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ানোর চেষ্টা করা।
- মৌলিক কার্যক্রমের প্রতি অধিক গুরুত্ব প্রদান।
- খেলার ছলে শিক্ষাদান।
নার্সারী ও কেজি:
- অক্ষরজ্ঞান সম্পন্ন করে গড়ে তোলার পাশাপাশি বিভিন্ন মজার মজার ছড়ার মাধ্যমে শিক্ষা প্রদান।
- ছোট ছোট গাণিতিক সমস্যাগুলো খেলার ছলে শেখানো।
- সাধারণ জ্ঞান সম্পর্কে পাঠদান।
- ড্রইং শেখানো।
- দৈনিক কার্যক্রম ভিত্তিক পাঠদান।
১ম -৩য় শ্রেণি:
- বোর্ড নির্ধারিত সিলেবাস অনুযায়ী বইগুলোর উপর সর্বাধিক গুরুত্ব প্রদান।
- ১ম সাময়িক/২য় সাময়িক/বার্ষিক পরীক্ষার মাধ্যমে ফলাফল মূল্যায়ন।
- ক্লাসের পড়াগুলোর ক্লাসেই ভাল করে বুঝানো হয়।
- দৈনিক কার্যক্রম ভিত্তিক পাঠদান।
৪র্থ শ্রেণি:
- বোর্ড বইগুলোর উপর সর্বাধিক গুরুত্ব প্রদান।
- দৈনিক কার্যক্রম ভিত্তিক পাঠদান।
- চট্টগ্রামের শীর্ষস্থানীয় সরকারী উচ্চ বিদ্যালয়ের ৫ম শ্রেণির ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহনে পাঠ্যসূচী অনুযায়ী পাঠদান।
- English Grammar/ বাংলা ব্যাকরণ / সাধারণ জ্ঞান/ গাণিতিক সমস্যার উপর অধিক পরীক্ষাগ্রহণ।
৫ম শ্রেণি:
- শিক্ষা সমাপনী পরীক্ষার জন্য প্রস্তুত করাসহ ভর্তি পরীক্ষা উপযোগী করে গড়ে তোলা।
- শিক্ষা সমাপনীর সিলেবাসের সাথে মিল রেখে শুধুমাত্র বোর্ড বইগুলোর উপর ভিত্তি করে ১ম ও ২য় সাময়িক পরীক্ষা গ্রহন।
- দৈনিক কার্যক্রম ভিত্তিক পাঠদান।
- বোর্ড বইয়ের বাইরে অতিরিক্ত কোন বই সিলেবাসের অন্তর্ভুক্ত নয়।
- English Grammar/ বাংলা ব্যাকরণ / সাধারণ জ্ঞান/ গাণিতিক সমস্যার উপর অধিক পরীক্ষাগ্রহণ।
- দেশের শীর্ষস্থানীয় স্কুলগুলোতে ভর্তি পরীক্ষায় সহায়তা করার লক্ষ্যে বছরের প্রথম থেকেই অতিরিক্ত কোর্স প্রদান।
৬ষ্ঠ ও ৭ম শ্রেণি:
- বোর্ড বইগুলোর উপর সর্বাধিক গুরুত্ব প্রদান।
- দৈনিক কার্যক্রম ভিত্তিক পাঠদান।
- English Grammar/ বাংলা ব্যাকরণ / সাধারণ জ্ঞান/ গাণিতিক সমস্যার উপর অধিক পরীক্ষাগ্রহণ।
- বোর্ড বইয়ের বাইরে অতিরিক্ত কোন বই সিলেবাসের অন্তর্ভুক্ত নয়।
৮ম শ্রেণি:
- বোর্ড বইগুলোর উপর সর্বাধিক গুরুত্ব প্রদান।
- JSC পরীক্ষায় ভাল ফলাফলের জন্য বছরের প্রথম থেকেই Special কার্যক্রম পরিচালনা করা হয়।
- দৈনিক কার্যক্রম ভিত্তিক পাঠদান।
- English Grammar/ বাংলা ব্যাকরণ / সাধারণ জ্ঞান/ গাণিতিক সমস্যার উপর অধিক পরীক্ষাগ্রহণ।
- বোর্ড বইয়ের বাইরে অতিরিক্ত কোন বই সিলেবাসের অন্তর্ভুক্ত নয়।
৯ম ও ১০ম শ্রেণি:
- বোর্ড বইগুলোর উপর সর্বাধিক গুরুত্ব প্রদান।
- SSC পরীক্ষায় ভাল ফলাফলের জন্য বছরের প্রথম থেকেই Special কার্যক্রম পরিচালনা করা হয়।
- দৈনিক কার্যক্রম ভিত্তিক পাঠদান।
- English Grammar/ বাংলা ব্যাকরণ / সাধারণ জ্ঞান/ গাণিতিক সমস্যার উপর অধিক পরীক্ষাগ্রহণ।
- বোর্ড বইয়ের বাইরে অতিরিক্ত কোন বই সিলেবাসের অন্তর্ভুক্ত নয়।