ভর্তির নিয়মাবলী

ভর্তির নিয়মাবলী:


প্রতি বছর ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে আসন খালি থাকা সাপেক্ষে ভর্তির জন্য আবেদন পত্র গ্রহণ করা হয়। ভর্তির আবেদন পত্র স্কুল ক্যাম্পাস অথবা ওয়েবসাইট থেকে সংগ্রহ  করতে হবে। প্রয়োজনীয় তথ্যাদি পূরণ করে জমা দেয়ার পর নিরীক্ষা করা হয়।

প্রি-প্রে থেকে কেজি পর্যন্ত অভিভাবকসহ সাক্ষাৎকার নিয়ে প্রাথমিকভাবে ছাত্র-ছাত্রী নির্বাচন করা হয়। ছাত্র-ছাত্রীদের বয়স অনুযায়ী সাধারণজ্ঞান, সুন্দরভাবে কথা বলার দক্ষতা, নিজের নাম – ঠিকানা বলতে পারা , রং চেনা, ইংরেজি ও বাংলায় গনণা করা জানতে হবে।

প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ছাত্র-ছাত্রী নির্বাচন করা হবে  লিখিত এবং মৌখিক পরিক্ষার মাধ্যমে।প্রথম থেকে নবম শ্রেণির মান অনুযায়ী ১০০ নাম্বারের বাংলা, ইংরেজি, গণিত ও সাধারনজ্ঞানের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে।

অন্যান্য তথ্য:

১. নির্দিষ্ট ভর্তি ফরম স্কুল অফিস হতে অথবা ওয়েব সাইট থেকে সংগ্রহ করতে হবে।

২. দুই কপি পাসপোর্ট সাইজের ছবিসহ ভর্তি ফরম পূরণ করে স্কুলে জমা দিতে হবে।

৩. নির্দিষ্ট তারিখে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

৪. ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র/ছাত্রীদের স্কুলে ভর্তি করানো হবে।

৫. ভর্তি ফি: ( নতুন ছাত্র/ছাত্রীদের জন্য ) : ৩,৫০০/-

(স্কুলখাতা, স্কুল ডায়েরী, স্কুল নির্ধারিত টাই, ছাত্র/ছাত্রীদের আইডি কার্ডসহ)

(বর্তমান ছাত্র/ছাত্রীদের জন্য ): ২,৫০০/-

(স্কুলখাতা, স্কুল ডায়েরী, স্কুল নির্ধারিত টাই, ছাত্র/ছাত্রীদের আইডি কার্ডসহ)

৬. মাসিক বেতন: ৫০০/-